ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রামাঞ্চলের অসচ্ছল ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সময়ের বাতিঘর যুব সংগঠন’।
সংগঠনের সদস্য ও প্রবাসীদের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়িত হয়। গতকাল রোববার সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর এলাকায় ১০০ পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তোফায়েল আহমেদ হৃদয়, সহসভাপতি সুহেল আহমেদ নিলয়, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ, সাংগঠনিক সম্পাদক আদনান আহমেদ, অর্থ-সম্পাদক হাসিবুল আসান আজাদ, প্রচার সম্পাদক মোজাহিদ মাহবুর প্রমুখ।