Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

জন্মনিবন্ধনের জটিলতায় ভাতা পাচ্ছে না কিশোরী

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

জন্মনিবন্ধনের জটিলতায় ভাতা পাচ্ছে না কিশোরী

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় আয়শা আক্তার (১৬) নামের এক জন্মান্ধ এতিম কিশোরী পাচ্ছে না প্রতিবন্ধী ভাতা। জন্মনিবন্ধনের কাগজে জটিলতার কারণে দীর্ঘদিন ধরে চেষ্টা করেও ভাতা পায়নি ওই কিশোরী।

তবে গোসাইরহাটের তথ্য আপা প্রকল্পের রুপালী বেগম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসানের সহযোগিতায় গত রোববার প্রতিবন্ধী ভাতার আওতাভুক্ত হয়েছে আয়শা। সে নাগেরপাড়া ইউনিয়নের পখমসার এলাকার আক্তার সরদারের মেয়ে।

জানা যায়, জন্মের পরেই দুই চোখ অন্ধ আয়শা আক্তারের মা মারা যান। এরপর তাঁর বাবা দ্বিতীয় বিয়ে করে ঢাকায় বসবাস করতে থাকেন। তবে আয়শা বাবার সঙ্গে না থেকে গ্রামে দাদির কাছে থাকেন। আয়শা প্রতিবন্ধী হলেও জন্মনিবন্ধন জটিলতার কারণে দীর্ঘদিন ধরে চেষ্টা করেও পাচ্ছিল না ভাতা। গত রোববার গোসাইরহাটের তথ্য আপা প্রকল্পের রুপালী বেগম ওই এলাকায় আসলে বিষয়টি তাঁর নজরে আসে পরে। তিনি আয়শার বিষয়টি উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসানকে জানান। পরে আয়শাকে প্রতিবন্ধী ভাতার আওতাভুক্ত করা হয়।

আয়শার দাদি ফুলেন্নেছা বলেন, ‘দীর্ঘদিন চেষ্টা করেও জন্মনিবন্ধনের কাগজ করাতে পারিনি। তাই প্রতিবন্ধী ভাতা পাচ্ছিল না আয়শা। রুপালী আপার সহযোগিতায় ভাতা পাওয়ার তালিকায় আমার নাতনির নাম উঠেছে।’

এ বিষয়ে রুপালী বেগম বলেন, ‘শুনেছি জন্মনিবন্ধনের কাগজ তুলতে না পারায় তাঁরা ভাতার জন্য আবেদন করতে পারছিলেন না। পরে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে জানালে তিনি ভাতা পাওয়ার ব্যাপারে ব্যবস্থা নেন।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ