Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

নদী খননের বালু পাচার হচ্ছে রাতের আঁধারে

নীলফামারী ও ডিমলা প্রতিনিধি

নদী খননের বালু পাচার হচ্ছে রাতের আঁধারে

নীলফামারীর ডিমলায় পাউবোর নদী খননের বালু লুটে নিচ্ছে একটি চক্র। ট্রলিপ্রতি এসব বালু ১১০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হওয়ায় প্রতিদিন মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন তাঁরা। এতে কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।

ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা আজকের পত্রিকাকে জানান, রাতে এসব বালু পাচার করছে কিছু ব্যবসায়ী। ইতিমধ্যে অভিযান চালিয়ে কয়েকটি বালু পরিবহনের গাড়ি জব্দ করে ডিমলা থানায় মামলা করা হয়েছে। নদী খননের স্তূপ করা এসব বালু ইজারা দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। শিগগিরই বালু ইজারার জন্য দরপত্র আহ্বান করা হবে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, নীলফামারীর ডালিয়া পাউবো কর্তৃক ২০২০-২১ অর্থবছরের দুই কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে তিস্তার সিলট্রাপসহ পাউবোর পার্শ্ববর্তী এলাকায় পাঁচটি নদী-খাল-পুকুর খননের কাজ করা হয়। ঠিকাদার বোমা মেশিন দিয়ে নদী খনন করে উত্তোলন করা বালু নদীর তীর-সংলগ্ন স্থানে স্তূপ করে রাখেন। কিন্তু অজ্ঞাত কারণে সেসব বালু ইজারা দেয়নি কর্তৃপক্ষ।

সরেজমিন দেখা যায়, নদীর তীর-সংলগ্ন স্তূপ করা এসব বালু রাতে পাচার হয়। একটি চক্র প্রতি রাতে শত শত ট্রলি বালু বিভিন্ন স্থানে পাচার করছে। পাউবোর ডালিয়া অফিস এলাকাসহ ডালিয়া গ্রাম ও আশপাশ থেকে অবাধে স্তূপ করা বালু পাচার হচ্ছে। এ ছাড়া উপজেলার নাউতারা ও ধুমসহ একাধিক নদীর বিভিন্ন স্থানে খননের স্তূপ করা বালু হরিলুট চলছে।

সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন আজকের পত্রিকাকে জানান, নদী খননের স্তূপ করা বালু রক্ষায় কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। ওইসব বালুমহাল ইজারা দেওয়ার জন্য দরপত্র আহ্বানের দায়িত্ব জেলা প্রশাসন ও পাউবোর। পাউবো দরপত্র আহ্বানের বিষয়টি ভালো বলতে পারবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ