Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সূর্যমুখীর ফলনে চাষির হাসি

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সূর্যমুখীর ফলনে চাষির হাসি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি কালিবাড়ি এলাকায় জসিম উদ্দিন নামে এক প্রতিবন্ধী কৃষক ভোজ্যতেলের ফসল সূর্যমুখীর আবাদ করেছেন। ইতিমধ্যে সূর্যমুখীগাছে ফুল ধরতে শুরু করেছে। তার দেখাদেখি এলাকায় অন্যরাও সূর্যমুখীর চাষে আগ্রহী হয়ে উঠেছেন। ইতিমধ্যে তার এই ফুল চাষ দেখতে মাঠে ভিড় জমাচ্ছেন বহু দর্শনার্থী।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সূর্যমুখী চাষ স্বল্প খরচে কম সময়ে ভালো লাভ পাওয়ায় সুযোগ রয়েছে। উপজেলায় এবার ১ দশমিক ৫ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। উপজেলার চুনতি, আধুনগর, আমিরাবাদসহ কয়েকটি এলাকায় এবারে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে।

কৃষক মো. জসিম উদ্দিন জানান, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি গ্রামে তার বাড়ির পাশের ৩৩ শতক জমিতে সূর্যমুখীর চাষ করেছেন। এতে তাঁর খরচ হয়েছে প্রায় ৫ হাজার টাকা। কর্তন করতে কিছু টাকা খরচ হবে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সহযোগিতা নিয়ে তিনি এই সফলতা পেয়েছেন। ভবিষ্যতে আরও ৫০ থেকে ১০০ বিঘা জমিতে সূর্যমুখী চাষের পরিকল্পনা আছে তার।

আমিরাবাদ এলাকার দায়িত্বপ্রাপ্ত কৃষি অফিসের ফিল্ড অফিসার রুপনা চক্রবর্তী জানান, উপজেলার আমিরাবাদ ইউনিয়নে এই প্রথম সূর্যমুখী ফুলের চাষ। তেল ফসলের আবাদ বৃদ্ধি করার জন্য প্রথম সূর্যমুখী ফুলের চাষের উদ্যোগ নেওয়া হয়। কারণ সয়াবিনের চেয়ে সূর্যমুখী তেল বেশি পুষ্টিগুণসম্পন্ন। আর্থিকভাবে লাভজনক হওয়ায় এ ফুলের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। তাঁর দেখাদেখি অন্যরাও সূর্যমুখীর চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, সূর্যমুখী ফুল চাষিদের রাজস্ব প্রকল্প থেকে ও প্রণোদনা কর্মসূচির আওতায় ফসল করতে বীজসহ সার্বিক সহযোগিতা করা হয়েছে। মো. জসিমের সূর্যমুখী ফুলের বাগানে প্রতিদিনই দর্শনার্থীরা ভিড় করছেন। তার চাষ খুবই ভালো হয়েছে। সূর্যমুখী ফুলের চাষে চাষিদের সহযোগিতাসহ পরামর্শ দেওয়া অব্যাহত রয়েছে। সূর্যমুখী ফুল থেকে সূর্যমুখী তেল উৎপাদন হবে। প্রতি বীজের কেজি ২২ টাকা টাকা। সূর্যমুখী তেলের প্রতি কেজি ২৫০ টাকা বিক্রি করা হয়। দেশের চাষ করা সূর্যমুখীর মাধ্যমে তেলে ঘাটতি পূরণ করা সম্ভব। এই তেল অনেক পুষ্টিকর এবং অন্য তেলের চেয়ে অনেক ভালো। অন্য সফলের তুলনায় সূর্যমুখীর উৎপাদন অনেক সহজ। পোকামাকড়ের কোনো আক্রমণ নেই। তা ছাড়া বাজারেও সূর্যমুখীর চাহিদা রয়েছে, দাম অনেক ভালো।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ