হোম > ছাপা সংস্করণ

সিনেমায় একসঙ্গে আফজাল-প্রাচী

বিনোদন প্রতিবেদক, ঢাকা

রাজবাড়িতে শুরু হয়েছে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে ‘যাপিত জীবন’ সিনেমার শুটিং। এ সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন অভিনেতা আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী। এবারই প্রথম রোকেয়া প্রাচী আফজাল হোসেনের সঙ্গে অভিনয় করছেন। সিনেমায় তাঁরা অভিনয় করছেন স্বামী-স্ত্রীর ভূমিকায়। আফজাল অভিনয় করছেন সোবহান চরিত্রে এবং প্রাচী আফসানা চরিত্রে। তবে সোবহান তাকে ভালোবেসে নিরু বলে ডাকে।

প্রথমবারের মতো হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় সিনেমায় অভিনয় প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘অনেক দিন পর কোনো ইউনিটে বেশ আনন্দঘন সময় কাটছে। গল্পটা যেমন পারিবারিক, সিনেমা নির্মাণের পরিবেশটাও পারিবারিক।

কাজটা করেও ভীষণ ভালো লাগছে।’

রোকেয়া প্রাচী বলেন, ‘আমার কাছে এ সিনেমায় কাজ করাটা স্বপ্নের মতো মনে হচ্ছে। কারণ সিনেমায় সবার প্রিয়, শ্রদ্ধেয় আফজাল ভাইয়ের সঙ্গে কাজ করছি। তাঁর সঙ্গে কাজ করা সত্যিই বড় একটি ব্যাপার। তিনি বড় মাপের একজন অভিনেতা, আর শুটিংয়ের সময় দারুণ সহযোগিতা করেন। আমি মুগ্ধ হচ্ছি বারবার।’

এ সিনেমায় আরও অভিনয় করছেন ডলি জহুর, রওনক হাসান, বর্ষন, ভাবনা প্রমুখ। আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী ৫ ডিসেম্বর পর্যন্ত ‘যাপিত জীবন’-এর শুটিংয়ে ব্যস্ত থাকবেন।

এদিকে আফজাল হোসেন এরই মধ্যে শেষ করেছেন ‘মানিকের লাল কাঁকড়া’ সিনেমার কাজ। আর রোকেয়া প্রাচী সর্বশেষ পান্ধ প্রসাদের নির্দেশনায় ‘সাবিত্রী’ সিনেমায় অভিনয় করেছেন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন