বান্দরবানে ৩ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে তিন দিনব্যাপী হেফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। সকাল ৮টায় বান্দরবান ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মিলনায়তনে এ প্রতিযোগিতা শুরু হবে বলে জানা গেছে।
কোরআন প্রচারের উদ্দেশ্যে অষ্টমবারের মতো এই প্রতিযোগিতা আয়োজন করে তাহফিজুল কোরআন প্রচার সংস্থা জেলা শাখা। আগামী শনিবার পুরস্কার বিতরণ ও অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র দেওয়ার মধ্য দিয়ে প্রতিযোগিতা শেষ হবে।
গতকাল বুধবার সংস্থার জেলা সভাপতি মাওলানা হাফেজ আবদুস সোবহান বলেন, ‘প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ১০২টি হাফেজিয়া মাদ্রাসার ৩ শতাধিক হাফেজ অংশ নেবে। ইতিমধ্যে দূরবর্তী অঞ্চলের হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অনেকেই বান্দরবানে এসে পৌঁছেছে।’
আয়োজক সূত্র জানা গেছে, ১০২টি হাফেজিয়া মাদ্রাসার প্রত্যেকটি থেকে তিনজন করে হাফেজ প্রতিযোগিতায় অংশ নেবেন। কোরআনের শিক্ষার্থীদের হাফেজ হিসেবে গড়ে ওঠার জন্য এ প্রতিযোগিতা সহায়ক হবে বলে আয়োজকদের আশা।
প্রচার সংস্থা সূত্র জানায়, প্রতি দল থেকে প্রথম ৫ প্রতিযোগী নিয়ে হিফজুল কোরআন বিশেষ প্রতিযোগিতা হবে। প্রতি দলে প্রথম তিনজনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া ১০০ নম্বরের প্রতিযোগিতায় সর্বনিম্ন ৬১ যারা পাবেন তাঁদের সনদপত্র দেওয়া হবে। তা ছাড়া ৮৬ থেকে ১০০ পর্যন্ত নম্বরপ্রাপ্তদের সনদ ও নগদ অর্থ এবং ৯৬ থেকে ১০০ পর্যন্ত নম্বরপ্রাপ্ত ৫ জনকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।
আগামী শনিবার পুরস্কার বিতরণ ও অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র দেওয়া হবে।