সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে এসএসসি পরীক্ষার ব্যবহারিকের জন্য অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এমনকি এই টাকা না দিলে নম্বর কম দেওয়ার কথা বলা হয়েছে শিক্ষার্থীদের। ফলে বাধ্য হয়েই অতিরিক্ত ফি দিয়েছে শিক্ষার্থীরা।
গত সোমবার শুরু হওয়া ব্যবহারিক পরীক্ষা গত বুধবার শেষ হয়। নিয়মানুযায়ী, ব্যবহারিকের প্রতিটি বিষয়ে ১০ টাকা ফি নেওয়ার কথা। জানা গেছে, রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজ ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থীদের কাছ থেকে গড়ে ১৫০ টাকা নেওয়া হয়েছে। বিজ্ঞান বিভাগের প্রতিটি ব্যবহারিক বিষয়ের জন্য ৫০ টাকা করে মোট ২০০ টাকা ও কৃষিশিক্ষার ব্যবহারিকের জন্য ১০০ টাকা করে নেওয়া হয়। উপজেলার রাজদিয়া আব্দুল জব্বার বালিকা উচ্চবিদ্যালয়সহ আরও কয়েকটি বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে একই অভিযোগ পাওয়া গেছে।
পরীক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, ‘আমাদের কাছ থেকে কৃষিশিক্ষা ব্যবহারিকের জন্য ২৫০ টাকা নিয়েছেন। এটার জন্য কোনো রসিদ দেয়নি।’ একই অভিযোগ করেন সোহান নামে আরেক শিক্ষার্থী।
রাজদিয়া অভয় পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্র সচিব এ কে এম মাসউদুর রহমান বলেন, ‘৮টি কেন্দ্র থেকে প্রায় ৫০ হাজার টাকার মতো এসেছে, আরও টাকা আসবে। এই টাকা কেন্দ্রে আসা এক্সটার্নাল শিক্ষকদের সম্মানী ভাতা ও দুপুরের খাবার দাবার বাবদ নেওয়া হয়েছে।’
রাজদিয়া অভয় পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘সরকারি ফি দিয়ে একটি শিক্ষার্থীও পরীক্ষা দিতে পারবে না। তাদের বাড়তি টাকা দিয়েই ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে। আমরা বাড়তি টাকা নিই, এইটা ঢাকা বোর্ডের চেয়ারম্যানও জানে। এটা সারা দেশের চিত্র, শুধু আমাদের স্কুল না।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী আব্দুল ওয়াহিদ মো. সালে বলেন, ‘ব্যবহারিক পরীক্ষার জন্য বাড়তি টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ নিয়ে থাকে তার বিরুদ্ধে অভিযোগ করলে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।’
মুন্সিগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুল ইসলাম খান বলেন, ‘ব্যবহারিক পরীক্ষার জন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি বাড়তি টাকা নিয়ে থাকে, তার প্রমাণসহ যদি কেউ আমাদের কাছে দেন, আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।’