রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও গ্রামে প্রবাসীর বাড়িতে আগুন দিয়েছে প্রতিপক্ষ। আগুনে দুটি বসতঘর পুড়ে গেছে। গত শনিবার দিবাগত রাতে আব্দুর রূপ ও প্রবাসী মতিন মিয়ার দুটি ঘরে আগুন দেওয়া হয়। রাজনগর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, বাড়ি বিক্রি করতে না চাওয়ায় প্রতিপক্ষ বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনায় প্রবাসী মতিন মিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, মতিন মিয়া প্রবাসে থাকায় দীর্ঘদিন ধরে তাঁর বাড়ি দখল করার জন্য শহিদ মিয়া, জাহির আলী ও তোয়াহির আলীর লোকজন তাঁর স্ত্রী-সন্তানদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। তিনি প্রবাস থেকে ফেরার পর বাড়িটি তাঁদের কাছে বিক্রি করার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন তাঁরা। মতিন মিয়া বাড়ি বিক্রি করতে না চাওয়ায় পরিকল্পিতভাবে তাঁর ও তাঁর ভাইয়ের বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
জানতে চাইলে অভিযুক্ত শহীদ মিয়া বলেন, ‘গতকাল রাতে আমরা বাড়িতে ছিলাম না। আমাদের হয়রানি করার জন্য তারা পরিকল্পনা করে আগুন লাগিয়েছে।’
রাজনগর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন বলেন, ‘আমরা ৯৯৯ থেকে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।’
রাজনগর থানার এএসআই সুজন বলেন, দুজন এসে লিখিত অভিযোগ দিয়েছেন।