পাকুন্দিয়ায় প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় আজিজুল হক তোতা নামে সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার সুখিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজিজুল হক উপজেলার হরশি গ্রামের মৃত ইসমাঈলের ছেলে। তিনি সুখিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।
পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় উপজেলার হরশি বাজারের বঙ্গবন্ধু পরিষদের সামনে প্রতিপক্ষের সাব্বির আহমেদ নামে এক ছাত্রলীগ কর্মীর ওপর অতর্কিত হামলা চালান আজিজুল হক তোতা ও তাঁর লোকজন। সাব্বির জয়বিষ্ণপুর গ্রামের শওকত আলীর ছেলে। সাব্বিরকে রক্ষা করতে একই গ্রামের রোমান মিয়া এগিয়ে গেলে তাকেও মারধর করে আহত করেন হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় সাব্বিরের বাবা শওকত আলী বাদী হয়ে আজিজুল হক তোতাসহ ৯ জনের নামে পাকুন্দিয়া থানায় মামলা করেন।
পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান বলেন, মারধর ও হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে চেষ্টা চলছে।