গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দর্শনার্থীদের কাছ থেকে পার্কিংয়ের জন্য অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদ করায় কয়েকজন দর্শনার্থীকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে আব্দুর রউফ নামক এক আদায়কারীকে আটক করে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
ভুক্তভোগীরা জানান, গত বৃহস্পতিবার বিজয় দিবস ও শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। এ সুযোগে সাফারি পার্কে আগত দর্শনার্থীদের গাড়ি পার্কিংয়ের জন্য প্রতিটি মোটরসাইকেলের পার্কিং রশিদে ২৫ টাকা উল্লেখ থাকলেও ৫০ টাকা করে নেওয়া হয়।
গতকাল শুক্রবার দুপুরে অতিরিক্ত টাকা আদায়ের ঘটনায় দর্শনার্থীদের সঙ্গে আদায়কারীদের বাগ্বিতণ্ডা হয়। এ সময় ইজারাদারের লোকজনের হাতে কয়েকজন দর্শনার্থী লাঞ্ছিত হসন। খবর পেয়ে টুরিস্ট পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুর রউফ নামে একজনকে আটক করে। পরে তাঁর কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেয়।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বলেন, ‘ইজারাদারের এক আদায়কারীকে টুরিস্ট পুলিশ আটক করার পর অতিরিক্ত টাকা আদায়ের ঘটনাটি জানতে পারি। ভবিষ্যতে আর দর্শনার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করবে না মর্মে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।’