
চৌগাছার নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী ও তাঁর ভাইকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী আবু হেনা মোস্তফা কামাল বিদ্যুৎ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, ‘মঙ্গলবার নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন উপলক্ষে প্রধান শিক্ষক বিদ্যালয়ের অভিভাবক সদস্যদের বেলা ১১টায় বিদ্যালয়ে ডাকেন। আমি ও আমার ছোট ভাই তুহিন হাবিব সেখানে যাই। সেখানে গিয়ে সালাম বিনিময়ের ৫ মিনিট পরেই পূর্ব পরিকল্পিতভাবে ইউনিয়নের বাদেখানপুর গ্রামের রুবেল হোসেন (২৮), আমার ছোট ভাইকে গালিগালাজ করতে করতে টেনে হিঁচড়ে কক্ষের বাইরে নেন।’
অভিযোগে আরও বলা হয়, ‘সেখানে নারায়ণপুর গ্রামের মিঠু রহমানের নির্দেশে পেটভরা গ্রামের আমিনুর ও হাকিমপুর গ্রামের জব্বার আলীসহ অজ্ঞাতনামা কয়েকজন আমাকে নির্বাচন না করে প্রার্থিতা প্রত্যাহার হুমকি দেন। একই সঙ্গে মনোনয়নপত্র প্রত্যাহার না করলে আমার ও আমার ছোট ভাইকে মেরে ফেলার হুমকি দেয়। তাঁরা আরও হুমকি দেন নির্বাচন করলে নৌকা পুড়িয়ে তোদের নামে মিথ্যা মামলা দেব।’
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস বলেন, ‘লিখিত অভিযোগ পেয়ে অভিযুক্তকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।’