ফেনীর ছাগলনাইয়ায় বিনা মূল্যে চক্ষু শিবির, ডায়াবেটিস, শারীরিক প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা এবং দরিদ্রদের সেলাই মেশিন দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার উত্তর যশপুর রওশন ফকির মাদ্রাসায় লায়নস ক্লাব অব চিটাগং সিটি, লায়ন্স জেলা ৩১৫ বি-৪, বাংলাদেশ-এর উদ্যোগে ও পোর্টল্যান্ড গ্রুপের সহযোগিতায় এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লায়নস জেলা ৩১৫-বি ৪ বাংলাদেশ-এর জেলা গভর্নর লায়ন আল-সাদাত দোভাষ পিএমজেএফ, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, লায়নস জেলা ৩১৫-বি ৪ বাংলাদেশ-এর দ্বিতীয় ভাইস-জেলা গভর্নর লায়ন মো. এম মহিউদ্দীন চৌধুরী পিএমজেএফ এবং পোর্টল্যান্ড গ্রুপের পরিচালক (অর্থ) জাকির হোসেন মজুমদার, লায়নস ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটি প্রেসিডেন্ট লায়ন মিজানুর রহমান মজুমদার এমজেএফ, মহামায়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গরীবশাহ হোসেন বাদশা চৌধুরী, ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শেখ কামাল প্রমুখ।