হোম > ছাপা সংস্করণ

পেট্রল ছিটিয়ে পুড়িয়ে হত্যা, আসামি অধরা

শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে বহুল আলোচিত চাঞ্চল্যকর পেট্রল ঢেলে নৃশংসভাবে পুড়িয়ে মো. আরিফ হোসেন হত্যাকাণ্ডের মূল হুতা তেলিহাটি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. তোফাজ্জল সরকার এখনো ধরা ছোঁয়ার বাইরে। গত দুই মাসেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।

পলাতক তোফাজ্জল সরকার শ্রীপুর উপজেলার তেলিহাটি গ্রামের ফালু সরকারের ছেলে। নিহত আরিফ হোসেন একই এলাকার উদয়খালি গ্রামের জজ মিয়ার ছেলে।

নিহতের বড় ভাই মোজাম্মেল হক বলেন, ‘আরিফ হত্যাকাণ্ডের প্রধান আসামি এলাকার প্রভাবশালী যুবদল নেতা তোফাজ্জল সরকার পলাতক রয়েছেন। গত দুই মাসেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। পলাতক তোফাজ্জল সরকার বিভিন্ন ভাবে মামলা ভিন্ন খাতে প্রভাবিত করার পায়তারা করছেন।’ ঘটনার মূল হোতা গ্রেপ্তার না হওয়ায় চরম উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার।

গত জুলাইয়ের শেষের দিকে দিকে পলাতক তোফাজ্জল সরকার তেলিহাটি মোর এলাকার ভাই ভাই ট্রেডার্স নামক মোদি দোকানে এলপি গ্যাসের সিলিন্ডার কিনতে যায়নি। দাম নিয়ে দোকান মালিক মোজাম্মেল হকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পরেন তিনি। একপর্যায়ে উত্তেজিত তোফাজ্জল সরকারের নেতৃত্বে তাঁর দুই ভাই মোফাজ্জল সরকার, তাইজুদ্দিন সরকারসহ ১০-১২ জন অজ্ঞাত লোক নিয়ে ওই দোকানে হামলা চালায়। এ সময় দোকানের ভেতর লোকজন রেখেই পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন তারা। এতে দোকানের পণ্য পুরে যায়। দোকান মালিক মোজাম্মেল হক তার ভাই আরিফ হোসেন, সজিব ও রুবেল অগ্নিদগ্ধ হন। গুরুতর দগ্ধ আরিফ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৬ জুলাই মধ্যরাতে তিনি মারা যান।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন