বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রথমবারের মতো সিনেমায় হাত দিয়েছেন কলকাতার নির্মাতা অর্কদীপ মল্লিকা নাথ। বিষয় হিসেবে বেছে নিয়েছেন গ্রামবাংলার রাজনীতি। ‘মীর জাফর চ্যাপ্টার ২’ নামের এ সিনেমায় থাকছেন শ্রাবন্তী, প্রিয়াংকা সরকার, সৌরভ দাস, অনির্বাণ চক্রবর্তীর মতো অভিনেতারা। বড় চমক, বাংলাদেশের দুই অভিনেতাও থাকছেন এ সিনেমায়—ফেরদৌস ও জিয়াউল রোশান। বাবা-ছেলের ভূমিকায় অভিনয় করবেন তাঁরা। থাকবেন শ্রীলেখা মিত্রও।
শ্রীলেখা এখন আছেন বাংলাদেশে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে দুই দিন আগেই জানিয়েছেন, ‘হঠাৎ বৃষ্টি’র পর ফেরদৌসের সঙ্গে আরেকটি কাজ করতে চলেছেন তিনি। গতকালই প্রযোজক রানা সরকার নিশ্চিত করলেন, ‘মীর জাফর চ্যাপ্টার ২’-তে দেখা যাবে ফেরদৌস ও শ্রীলেখা জুটিকে।
‘মীর জাফর চ্যাপ্টার ২’ সিনেমায় অভিনয়শিল্পীদের লুক পাঠিয়েছেন প্রযোজক রানা সরকার। সেখানে ফেরদৌসকে দেখা গেছে কাঁচা-পাকা চুল-দাড়িতে। চোখে সুরমা, আঙুলে, হাতে, গলায় সোনার অলংকার। এতে ফেরদৌসের চরিত্রের নাম মোক্তার হোসেন, যে এলাকার মুকুটহীন সম্রাট। এতটাই তার দাপট যে এলাকাবাসী তাকে ডাকে সিরাজ নামে। ‘মীর জাফর চ্যাপ্টার ২’-এর মাধ্যমে অনেক দিন পর টালিউডের সিনেমায় ফিরলেন ফেরদৌস।
শ্রাবন্তী অভিনয় করবেন জয়া চরিত্রে, যে বাংলাদেশ থেকে বর্ডার পেরিয়ে পালিয়ে যাওয়া এক উদ্বাস্তু মেয়ে। মোক্তার অর্থাৎ ফেরদৌসের সঙ্গে তার একটা সম্পর্ক আছে।
তাদের সন্তান মীর। এ চরিত্রে থাকবেন জিয়াউল রোশান। তার প্রেমিকা নন্দিনীর চরিত্রে প্রিয়াংকা সরকারকে দেখা যাবে। মোক্তারের আরেক স্ত্রী সবেরার চরিত্রে অভিনয় করবেন শ্রীলেখা। তাদের সন্তানের নাম জাফর, এ চরিত্রে দেখা যাবে সৌরভ দাসকে।