লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে তিনজনকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার জোকাদহ গ্রামে এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে লালপুরের সেলিম হোসেনকে এক বছর এবং পাবনার ঈশ্বরদীর রনি হোসেন ও রাজশাহীর বাঘার সুমন ইসলামকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় ইয়াবা বড়ি ও হেরোইন সেবনের সামগ্রী জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় উপজেলার জোকাদহ গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আলমগীর হোসেন বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।