বিনোদন ডেস্ক
২৫ বছর ধরে নাট্যচর্চা করলেও এই প্রথম রবীন্দ্রনাথের নাটক মঞ্চায়ন করবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সিনে অ্যান্ড ড্রামা ক্লাব (এনএসইউ সিডিসি)। কবিগুরুর ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রধান মিলনায়তনে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রয়েছে ‘রক্তকরবী’ নাটকের প্রদর্শনী। গতকাল ছিল নাটকটির চূড়ান্ত মহড়া। এনএসইউ সিডিসি প্রযোজিত নাটকটির নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক তানভীর নাহিদ খান।