ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গতকাল বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. নাসির উদ্দিন (৫০), মো. আনিসুর রহমান (৪২) ও মো. আক্তার হোসেন (৩৫)।
র্যাব-১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-২) কোম্পানি কমান্ডার মেজর আনিসুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৫২টি ইয়াবা বড়ি ও ৫২০ গ্রাম গাঁজাসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।