কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩ দিনের কবি সুকান্ত মেলায় বইয়ের স্টলগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। গত মঙ্গলবার বেলা ১১টা থেকে শুরু হওয়া এ মেলা থেকে বিভিন্ন এলাকা থেকে আগত বইপ্রেমীরা তাঁদের পছন্দ মতো বই কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি মেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আয়োজক ও স্টলমালিকেরা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। মেলায় জ্ঞানের আলো পাঠাগারসহ বিভিন্ন পাঠাগারের ৪টি বইয়ের স্টল বসেছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈতৃক ভিটায় এ মেলার আনুষ্ঠানিকতা শুরু হলেও সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতান প্রধান অতিথি হিসেবে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন।
মেলা উদ্বোধনের সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ, বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক খালেক বিন জয়েনউদদীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান, শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ ভাবুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদার, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, উদীচী কোটালীপাড়া শাখার সভাপতি অশোক কর্মকার, সাধারণ সম্পাদক রতন সেন কংকন, কবি মিন্টু রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
শিশু সাহিত্যিক খালেক বিন জয়েনউদদীন বলেন, ‘বিভিন্ন বয়সের পাঠকদের বই কেনা দেখে ভালো লাগছে। আমি চাইব, ভবিষ্যতেও যেন মেলায় এ ধরনের বইয়ের স্টল বসে।’
জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মণ্ডল বলেন, ‘আমাদের বইয়ের স্টলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বইসহ প্রায় ২ শতাধিক লেখকের নানা ধরনের বই রয়েছে। মেলার দ্বিতীয় দিন বইয়ের স্টলে পাঠকদের প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা ভবিষ্যতেও সুকান্ত মেলায় আরও বড় পরিসরে বিভিন্ন লেখকের বই নিয়ে এখানে স্টল সাজাব।’
ইউএনও ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘কবি সুকান্ত ভট্টাচার্যের স্মৃতিকে ধরে রাখার জন্য ১০ বছর ধরে মার্চের প্রথম সপ্তাহে এখানে মেলা বসে। গ্রামীণ মেলায় অনেকগুলো বইয়ের স্টল বসেছে। এখান থেকে ছাত্র-ছাত্রীসহ নানা বয়সের পাঠকগণ বই কিনছেন। দেখে ভালোই লাগছে। ভবিষ্যতেও আমরা বেশি করে বইয়ের স্টল বসানোর চেষ্টা করব।’