ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ভোরের দিকে বাগমারা গ্রামের বড় রাস্তার পাশের বিসমিল্লাহ বেডিং স্টোর নামের ওই দোকানে আগুন লেগে জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
দোকান মালিক হাসান মিয়া বলেন, আগুনে লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। আমার সব শেষ হয়ে গেল।’
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী ইন্দ্রজিৎ দাস মিঠু জানান, সোমবার ভোরে এক পথচারী কাজে যাচ্ছিলেন। এ সময় বিসমিল্লাহ বেডিং স্টোরের সামনে আসলে দোকানটিতে আগুন দেখে ডাক চিৎকার দেন। স্থানীয়রা ঘটনাস্থলে এসে দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক ভজন রায় বলেন, এ বিষয়ে থানায় কেউ জানায়নি।