নেত্রকোনার বারহাট্টা উপজেলার দেউলী মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল খচিত তোরণ উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। পরে তোরণ প্রাঙ্গণে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক।
বক্তব্য দেন- সাবেক সাংসদ আব্দুল মোতালিব খান পাঠান, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মাজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজি আব্দুল ওয়াহেদ, বারহাট্টা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহ মো. আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্ব) সানজিদা চৌধুরী, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার শায়লা, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল প্রমুখ।
প্রধান অতিথি আশরাফ আলী খান খসরু বলেন, গ্রাম হবে শহর প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে। এখন দেশে ভিক্ষুক নেই। সবকিছুই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সম্ভব হচ্ছে। এ জন্য তাঁর হাত শক্ত করে ধরতে হবে। যে কোন পরিস্থিতিতে তার পাশে থাকতে হবে।