থাইল্যান্ড সীমান্তের কাছে মিয়ানমারের কারেন রাজ্যে আবারও বিমান হামলা ও ব্যাপক গোলাগুলি চালিয়েছে দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে এসব হামলা চালানো হয়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রাজ্যের ‘কারেন ন্যাশনাল ইউনিয়নের’ (কেএনইউ) সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ সম্প্রতি বেড়েছে। দু-এক সপ্তাহের ঘটনায় রাজ্যটির অন্তত ১০ হাজার বাসিন্দা পার্শ্ববর্তী থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।
ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর শহরের বিক্ষোভকারীদের সঙ্গে দেশটির জাতিগত বিদ্রোহীদের সম্পর্ক বেড়েছে। এ অবস্থায় দেশের প্রত্যন্ত অঞ্চলে অভিযান বাড়িয়েছে সরকারি বাহিনী। ১০ মাসে দেশটিতে সরকারি বাহিনীর হাতে ১ হাজার ৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছে।