ফুলতলা প্রতিনিধি
ফুলতলায় মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সুবোধ কুমার বসু জাতীয় পতাকা বিতরণ করেছেন। তিনি নিজস্ব অর্থায়নে গতকাল অন্তত ৫০০ ইজিবাইক ও ভ্যানচালকদের মাঝে এ পতাকা বিতরণ করেন।
এ বিতরণ কার্যক্রমে বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, আওয়ামী লীগ নেতা মো. আসলাম খান, মৃণাল হাজরা, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, শ্রমিক নেতা আ. রউফ শেখ, মো. জাফর হাওলাদার, সিরাজুল ইসলাম, মারুফ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।