Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ধান রোপণে ব্যস্ত কৃষকেরা

মিজান মাহী, দুর্গাপুর

ধান রোপণে ব্যস্ত কৃষকেরা

মাঠে মাঠে এখন পুরোদমে আমন ধানের চারা রোপণের কাজ চলছে। রাজশাহীতে গত সোমবার দিনভর মুষলধারে বৃষ্টিপাতের পর কৃষকেরা আমন ধানের চারা রোপণের কাজে নেমে পড়েন। দুর্গাপুর উপজেলায়ও আমন ধানের চারা রোপণে কৃষকের ব্যস্ততা দেখা গেছে।

এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বোরো ফসল সংগ্রহ করেছেন কৃষকেরা। তাই উৎসাহী হয়ে রেকর্ড পরিমাণ জমিতে আমন চাষাবাদ শুরু করেছেন তাঁরা। কৃষি অধিদপ্তরের তৎপরতায় আউশ ও আমনের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে চেষ্টা চলছে।

দুর্গাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে উপজেলায় ৪ হাজার ৬২০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর ছিল ৪ হাজার হেক্টর জমি। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ১২ মেট্রিক টন ধান। এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। ধান রোপণের জন্য ২৫০ কৃষককে আমন ধানের বীজ, সার, সেচসহ বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, বৃষ্টি না হওয়ায় কোনো কোনো এলাকায় কৃষকেরা আগেই সেচ দিয়ে আমন ধান রোপণ করেছেন। বেশির ভাগ কৃষক স্বর্ণা, বি-ধান ৮৭, ৭৫, ৩৯, বিনা-৪৯, ১৭ জাতের ধান চাষ করছেন।

উপজেলার দেবীপুর গ্রামের কৃষক সেন্টু আলী বলেন, ‘জমি রোপণের কাজ শুরু করেছি। আমি ৫ বিঘা জমিতে স্বর্ণা ধান লাগাব। গতবার এ ধান করে ভালো ফলন পেয়েছি। সেই সঙ্গে অনেক টাকার খড়ও বিক্রি করেছি।’

বরিদবাশাইল গ্রামের গ্রামের কৃষক আইয়ুব আলী বলেন, ‘১০ বিঘা জমিতে ৪৯ ও ৬ বিঘা জমিতে ৩৪ ধান লাগাব। জমি রোপণের কাজ শুরু করেছি। কিছু জমিতে আগাম সবজি ও মরিচ চাষ করি। আমন ধান চাষের জন্য মাঠে নেমে পড়েছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, ৪ হাজার ৬০০ হেক্টর জমিতে জমিতে রোপা আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকেরা পুরোদমে আমন আবাদে ব্যস্ত রয়েছেন। কৃষি অফিসের সহযোগিতা অব্যাহত রয়েছে। এই উপজেলায় বিগত বছরের মতো এবারও আমান ধানের বাম্পার ফলন হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ