হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ মাথাব্যথা কমবেশি সবারই হয়। বিভিন্ন কারণে মাথাব্যথা হতে পারে। জ্বর-সর্দি থেকে শুরু করে হতে পারে ব্রেইন টিউমারের উপসর্গ। সচরাচর যে ধরনের মাথাব্যথার রোগী বেশি দেখা যায় সেগুলো হলো:
মাইগ্রেন
পুরুষের চেয়ে নারীরা মাইগ্রেনে ভোগে বেশি। সাধারণত ১৫ থেকে ৪০ বছর বয়সে এটি বেশি দেখা যায়। মাইগ্রেনের মাথাব্যথার লক্ষণগুলো হলো:
টেনশন থেকে মাথাব্যথা
মাথার মাংসপেশির সংকোচনের কারণে এ ধরনের মাথাব্যথা হয়। এর উপসর্গগুলো হলো:
মেনিনজাইটিস ও এনকেফালাইটিস
এই রোগে সাধারণত জ্বর বা মাথাব্যথা থাকে। রোগী অজ্ঞানও হয়ে যেতে পারে ব্যথার কারণে।
মাথাব্যথা হতে পারে ব্রেইন টিউমার ও মারাত্মক কোনো রোগের লক্ষণ। মারাত্মক রোগের লক্ষণ কি না, জানবেন যেভাবে:
করণীয়
মাথাব্যথা থেকে তাৎক্ষণিক পরিত্রাণ পেতে বিভিন্ন ব্যথানাশক ওষুধ—যেমন প্যারাসিটামল খাওয়া যেতে পারে। তবে খুব প্রয়োজন না হলে অতিরিক্ত ব্যথার ওষুধ না খাওয়াই ভালো। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে মাথাব্যথার ধরন অনুযায়ী ওষুধ খেতে হবে।
লেখক: হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ