যশোর প্রতিনিধি
কুয়াশা নেই। সময়মতোই সূর্য উঠছে। আবার নিয়ম মেনে ডুবছেও। কিন্তু সূর্যের তেমন কোনো তেজ নেই। তাতেই অনুভূত হচ্ছে শীত। সেই শীতকে আরও তীব্র করে তুলছে ঘণ্টায় বয়ে চলা ৯ থেকে ১০ কিলোমিটার গতিবেগের বাতাস।
গতকাল সোমবারও যশোরের ওপর দিয়ে বয়ে চলা মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত ছিল। এ দিনে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
যশোর বিমান বন্দরের আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে যশোরের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এ সময়ে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে। জেলাটিতে গত দুই দিনে রাতের তাপমাত্রা বেড়েছে প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এ সময়ে সূর্যের তেমন কোনো তেজ ছিল না। উপরন্তু ছিল হিমেল হাওয়া। যে কারণে শীত বেশি অনুভূত হয়েছে। এ অবস্থা আরও দুই-তিন দিন অব্যাহত থাকতে পারে। এর পরে রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
শৈত্য প্রবাহের কারণে দিনে কাজকর্ম স্বাভাবিক থাকলেও সকাল ও শেষ বিকেলে বিপাকে পড়ছেন কর্মজীবী মানুষ। এ সময় তাপমাত্রা নেমে যাওয়ায় ব্যাঘাত ঘটছে কাজকর্মে। বিশেষ করে গ্রামাঞ্চল ও ছিন্নমূল মানুষ কষ্ট পাচ্ছেন বেশি। এ দিকে শীতে কষ্টে থাকা অসহায় মানুষকে প্রশাসনসহ অনেকেই গরম কাপড় বিতরণ অব্যাহত রেখেছেন।