বিরল (দিনাজপুর) প্রতিনিধি
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। তাঁরা গ্রামের সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা পাক, তা কখনো চিন্তা করেননি। তাঁরা শুধু লুটপাট নিয়ে ব্যস্ত ছিলেন।’
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ফরাক্কাবাদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুল মোকাদ্দেস, আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, ফরাক্কাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আউয়াল হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রতিমন্ত্রী আরও বলেন, ২৫ বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক করার প্রকল্প হাতে নিয়েছিলেন। বাংলাদেশের প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক হবে, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত করেছিলেন।