Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

পাম্পে মিলছে না গ্যাস দুর্ভোগে চালক-যাত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

পাম্পে মিলছে না গ্যাস দুর্ভোগে চালক-যাত্রী

মাস শেষ হতে চার দিন বাকি থাকতেই  সিলেট জেলার বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের নির্ধারিত বরাদ্দ শেষ হয়ে গেছে। ফলে গতকাল   জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে গাড়িগুলোকে ফিরতে হয়েছে গ্যাস ছাড়াই। এতে ভোগান্তিতে পড়েন সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন গাড়ির চালক-যাত্রীরা।

বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীরা ভোগান্তিতে পড়ে বেশি। অনেক পরীক্ষার্থীকে সকালে হেঁটে  পরীক্ষাকেন্দ্রে যেতে দেখা গেছে।

গতকাল সকাল ১০টার দিকে জেলার গোলাপগঞ্জ উপজেলা থেকে সংবাদকর্মী ইমরান আহমদ জানান, ওই উপজেলায় তিনটি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। কিন্তু সকাল থেকে উপজেলার তিনটির কোনো পাম্পেই মিলছে না গ্যাস। নির্ধারিত বরাদ্দ শেষ হয়ে গেছে উল্লেখ করে তিনটি পাম্পেরই কর্তৃপক্ষ বলছে, আগামী ৩-৪ দিন এ সংকট থাকতে পারে। ৩০ সেপ্টেম্বর অথবা ১ অক্টোবর নতুন করে বরাদ্দ মিললে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে।

জানা গেছে, সিলেট জেলার প্রতিটি পাম্পেই নির্দিষ্ট পরিমাণে মাসিক গ্যাস বরাদ্দ দেয় জালালাবাদ গ্যাস কোম্পানি। কিন্তু মাস শেষের আগেই জেলার অনেক পাম্প বরাদ্দ দেওয়া গ্যাস বিক্রি করে দেওয়া হয়। ফলে মাস শেষের আগেই গ্যাস সংকটে পড়ে এসব পাম্প। এ কারণেই গোলাপগঞ্জের কোনো পাম্পে মেলেনি গ্যাস। সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্যাস নেওয়ার জন্য দীর্ঘ লাইনে কয়েক ঘণ্টা ধরে অটোরিকশা নিয়ে দাঁড়িয়ে থাকেন চালকেরা। একপর্যায়ে তাঁরা জানতে পারেন, বরাদ্দ শেষ হয়ে যাওয়ায় মিলছে না গ্যাস।

এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস-ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী গতকাল বলেন, ‘সরকার নির্ধারিত লোড আমাদের মেনে চলতে হবে। সরবরাহ বন্ধকৃত সিলেটের কিছু ফিলিং স্টেশনে বরাদ্দের পরিমাণ নিশ্চয় শেষ হয়েছে। তবে বারবার স্টেশনগুলোকে সতর্ক করা হয়, যাতে বরাদ্দের ভেতরে তারা সরবরাহ করে।’

নতুন সরবরাহ বিষয়ে তিনি বলেন, নির্ধারিত বরাদ্দের পর নতুন বিল দিয়ে নতুন বরাদ্দ আসে। এতে ২-৩ দিন চলে যায়। তাই গ্যাসচালিত গাড়িগুলোর চালক ও যাত্রীরা সাময়িক অসুবিধায় পড়েন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ