বিনোদন প্রতিবেদক, ঢাকা
জামাল মল্লিকের পরিচালনায় ‘চেহারা’ নাটকে অভিনয় করলেন বিদ্যা সিনহা মিম। গত সোম ও মঙ্গলবার রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। এতে প্রথমবার মিমের বিপরীতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক।
ক্যারিয়ারের শুরুর দিকে অমিতাভ রেজার নির্দেশনায় একটি নাটকে কাজ করেছিলেন মিম। সেই নাটকে অমিতাভ রেজার সহকারী ছিলেন মনোজ। সহকারী থেকে বহু বছর পরে মিমের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন তিনি। আগামী ঈদে নাটকটি দীপ্ত টিভিতে প্রচার হবে।