শেরপুরের শ্রীবরদীতে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দুই দিনব্যাপী মেলা শেষ হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীবরদী এ.পি.পি ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার সমাপনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, শ্রীবরদী এ.পি.পি.আই এর সহকারী প্রধান শিক্ষক রুবিয়া বেগম।
আলোচনা সভা শেষে বিজ্ঞান মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্কুল ও কলেজের স্টল পরিচালনাকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কলেজ পর্যায়ে শ্রীবরদী সরকারি কলেজ ও স্কুল পর্যায়ে শ্রীবরদী এম,এন,বি,পি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। এ ছাড়া বিজ্ঞান বিষয় নিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে বক্তৃতা প্রতিযোগিতার সকল শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।