শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রের অফিস কক্ষ থেকে বিপুল পরিমাণ ব্যবহৃত ব্যালট পেপার জব্দ করা হয়েছে।
গত মঙ্গলবার উপজেলার রাণীশিমুল ইউনিয়নের বাঘহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কার্যালয় থেকে এ সব ব্যালট পেপার জব্দ করা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার উপজেলার রাণীশিমুল ইউপিতে নির্বাচন হয়।
গত মঙ্গলবার সকালে বাঘহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন মাখন মিয়া ওই বিদ্যালয়ের অফিস কক্ষ পরিষ্কার করার সময় একটি বেঞ্চের নিচে বিপুল পরিমাণ ব্যালট পেপার দেখতে পান। এ সব ব্যালট পেপার একটি কালো কাপড়ের পোটলায় প্যাঁচানো অবস্থায় ছিল। বিষয়টি তিনি (মাখন) কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. ছাবেদ আলীকে জানান।
সংবাদ পেয়ে প্রিসাইডিং কর্মকর্তা ছাবেদ আলী ব্যালট পেপারগুলো নেওয়ার জন্য ওই বিদ্যালয়ে আসেন। কিন্তু বিষয়টি জানাজানি হওয়ায় স্থানীয় লোকজন বিদ্যালয়ে এসে ছাবেদ আলীকে আটকে রাখেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা আক্তার, উপজেলা নির্বাচন কর্মকর্তা এন এম সাজ্জিল সাদিকসহ প্রশাসনের কর্মকর্তারা দ্রুত বাঘহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন। এ সময় ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তারের নির্দেশে ব্যালট পেপারগুলো একটি বস্তায় ভরে সিলগালা করে জব্দ করা হয় এবং উদ্ধার করা হয় ছাবেদ আলীকে।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. ছাবেদ আলী জানান, নির্বাচনের পর তিনি ভোট গণনাশেষে ফলাফল ঘোষণা করে অন্যান্য ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম নিয়ে দ্রুত উপজেলা পরিষদে স্থাপিত নির্বাচন নিয়ন্ত্রণ কক্ষে চলে যান। তাড়াহুড়ো করায় ভুলবশত তিনি এসব ব্যালট পেপার ফেলে রেখে যান বলে দাবি করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা এন এম সাজ্জিল সাদিক বলেন, ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাসহ অন্যদের লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।