Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বাসচাপায় কলেজছাত্র নিহত, অবরোধ-আগুন

মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধি

বাসচাপায় কলেজছাত্র নিহত, অবরোধ-আগুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় রোহান পরিবহনের একটি বাসের চাপায় মিলন হাওলাদার (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে মঠবাড়িয়া-চরখালী আঞ্চলিক মহাসড়কের গুদিঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে। পুলিশ বাসটি জব্দ করতে পারলেও চালক ও বাসের হেলপার পালিয়ে যান। বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

নিহত মিলন মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের রুহুল আমীন হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনার প্রতিবাদে কলেজশিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টায় মিলন বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে কলেজের দিকে যাচ্ছিলেন। এ সময় মঠবাড়িয়া-চরখালী আঞ্চলিক মহাসড়কের গুদিঘাটায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দূরপাল্লার রোহান পরিবহনের বাস বেপরোয়া গতিতে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে বিক্ষুব্ধ গ্রামবাসীর সহায়তায় পুলিশ বাসটি জব্দ করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যান।

পুলিশ ঘটনাস্থল থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ বাসটি উদ্ধার করে থানাসংলগ্ন টিকিকাটা ইউনিয়ন পরিষদের সামনে রাখে। বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিলে এটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ইউপি সদস্য মো. সগীর হোসেন বলেন, দূরপাল্লার পরিবহনগুলো এ সড়কে বেপরোয়া গতিতে চলাচল করলেও দেখার কেউ নেই। এ কারণে এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

নিহত কলেজছাত্রের শিক্ষাপ্রতিষ্ঠান তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজ ও সাফা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে সড়ক অবরোধ করে বাসের ড্রাইভারকে গ্রেপ্তার ও মিলনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে জেলা পরিষদের প্রশাসক মহিউদ্দিন মহারাজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, থানার ওসি নুরুল ইসলাম বাদল, সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তাঁরা অবরোধ তুলে নেন।

মঠবাড়িয়া থানার ওসি মো. নূরুল ইসলাম বাদল বলেন, কলেজছাত্রের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত মিলনের বাবা রুহুল আমীন হাওলাদার বাদী হয়ে মামলা করেছেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ