Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

নাটক ‘শহীদ সাগর’ মঞ্চস্থ আজ

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটক ‘শহীদ সাগর’ মঞ্চস্থ আজ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গণহত্যার ভয়াবহতা, গণকবর, বধ্যভূমিসহ মুক্তিযুদ্ধের সামগ্রিক চিত্র তুলে ধরতে নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যার ইতিহাসকে কেন্দ্র করে নাটক ‘শহীদ সাগর’ আজ শনিবার মঞ্চস্থ হচ্ছে।

মুক্তিযুদ্ধে গণহত্যার ওপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মামুন রেজার রচনা ও নির্দেশনায় নির্মিত হয়েছে ‘শহীদ সাগর’।

আজ শনিবার সন্ধ্যা ৬টায় নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল মাঠে নাটক ‘শহীদ সাগর’ মঞ্চস্থ হবে। নাটোরের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

১৯৭১ সালের ৫ মে নাটোরের লালপুরে পাকিস্তানি বাহিনীর মর্মান্তিক গণ হত্যাকাণ্ডে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের প্রশাসক লেফটেন্যান্ট এম এ আজিমসহ অর্ধশতাধিক শহীদ হন। মিলের ভেতরের পুকুর পাড়ে একসঙ্গে দাঁড় করিয়ে গুলি করে হত্যার পর পুকুরটি রক্তের সাগরে পরিণত হয়েছিল। ১৯৭৩ সালের ৫ মে শহীদদের স্মৃতিবিজড়িত পুকুরটির নামকরণ হয় ‘শহীদ সাগর’। ১৯৭৩ সালের ১ ফেব্রুয়ারি গোপালপুর স্টেশনের নামকরণ হয় আজিমনগর। ২০০০ সালের ৫ মে পাশেই স্থাপিত হয় শহীদ স্মৃতি জাদুঘর। ওই বছর থেকে দিনটিকে বাংলাদেশের চিনিকলসমূহের ‘শহীদ দিবস’ হিসেবে দেশের সবকটি চিনিকলের শ্রমিক-কর্মচারীরা পালন করছেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ