চুয়াডাঙ্গার ভালাইপুরে বন্ধুর মায়ের অপমানের প্রতিশোধ নিতে গিয়ে যুবক সজল আলী ও মামুন অর রশিদ খুনের ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার হুচুকপাড়ার মিঠু মিয়া (২০) ও মানিক মিয়া (২২)। এদিকে ময়নাতদন্ত শেষে সজল আলী ও মামুন অর রশিদের লাশের দাফন সম্পন্ন করা হয়েছে।
গত বুধবার সন্ধ্যায় মামুন অর রশিদের বড় ভাই স্বপন আলী সদর থানায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে মামলা করেন। মামলার আসামিরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার হুচুকপাড়া গ্রামের আকাশ আলী (২৮), ছানোয়ার হোসেন (৫০), বাঁধন আলী (২১); জোড়াঘাটা গ্রামের সোহেল রানা শান্তি (৪৫); হুচুকপাড়া গ্রামের মানিক হোসেন (২০), আমিন (৩০), রিয়ন (২০), সাজে (৩৭), জাহাঙ্গীর হোসেন (৩৫), মিঠু রহমান (২০), রতন আলী (৩০); দামুড়হুদা উপজেলার কলাবাড়ী গ্রামের আশরাফুল ইসলাম (২৮), হুচুকপাড়া গ্রামের ইভন (১৯), বিপ্লব হোসেন বিক্রম (২০) ও হৃদয় (২৭)।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এ এস এম ফাতেহ্ আকরাম জানান, সজল আলী ও মামুন অর রশিদের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।