প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিয়েছেন বগুড়ার সোনাতলা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম নান্নু। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ করতোয়ায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ বাক্য পাঠ করান। এ সময় জেলা প্রশাসক জিয়াউল হক উপস্থিত ছিলেন। নান্নু বগুড়া জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ছিলেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করায় তাঁকে দলের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
সোনাতলা পৌরসভা নির্বাচনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন নান্নু। নির্বাচনের পর দিন ৩ নভেম্বর দুপুরে উপজেলা সদরের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় মেয়র নান্নুর কর্মীদের হাতে চারজন ছুরিকাহত হন। এ ঘটনায় ৩০ জনের নামে মামলা হয়। ওই মামলায় রাজধানীর মহাখালী এলাকা থেকে গত ৭ নভেম্বর দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।