Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

নেট বন্ধ তবে স্বস্তিরও ব্যাপার!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নেট বন্ধ তবে স্বস্তিরও ব্যাপার!

ইন্টারনেট বন্ধ থাকায় ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। এটিএম বুথ থেকে টাকা তোলা যাচ্ছে না, বিদ্যুৎ-গ্যাসের প্রিপেইড মিটার রিচার্জ করা যাচ্ছে না, মোবাইল ফোন রিচার্জ করতে সমস্যা হচ্ছে। 

এত মন্দ কিছুর মধ্যেও স্বস্তিতে আছে কেউ কেউ। ইন্টারনেট বন্ধ থাকায় ছেলেরা রাস্তায় ক্রিকেট-ফুটবল খেলছে। বাসায় গল্প-আড্ডায় মাতার সুযোগ পাচ্ছে পরিবারের সদস্যরা। অনেকে বই পড়ে সময় কাটাচ্ছে। ফেসবুক, ইউটিউব থাকলে সচরাচর এমনভাবে সময় কাটানো হয় না। এ ছাড়া দেশ-বিদেশের খবর পেতে মানুষ পত্রিকা পড়ছে, টেলিভিশনে চোখ রাখছে। 

কবি ও প্রাবন্ধিক আফরোজা সোমার সঙ্গে সঙ্গে কথা হয় এ বিষয়ে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড
ম্যাস কমিউনিকেশনস বিভাগের সহকারী অধ্যাপক। আফরোজা আজকের পত্রিকাকে বলেন, ‘এই রকম একটি সংকটময় সময়ে ইন্টারনেট না থাকার নানা নেতিবাচক বিষয়ে তো আমরা সকলেই অবগত আছি। কিন্তু অনেক সময় অনেক ঘটনায় না চাইতেও কিছু ইতিবাচক দিক দেখতে পাওয়া যায়। এখন যেমন ইন্টারনেটের অনুপস্থিতে আমরা

দু-একটি ইতিবাচক দিক মনে হয় দেখতে পারি। ফেসবুক-ইউটিউবে দিনের বেশির ভাগ সময় চলে যাচ্ছে না। বাসায় অনেকে পত্রিকা রাখছে। এতে দেশ-বিদেশের খবর পাচ্ছে। বাসায় মানুষ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছে।’

চাকরিজীবী দম্পতি মিনু দিলারা ও মফিউর রেজা (ছদ্মনাম)। মিনু সরকারি কর্মকর্তা এবং তাঁর স্বামী মফিউর রেজা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাঁদের একমাত্র ছেলে পড়ে রাজধানীর একটি কলেজে। 

এই দম্পতি আজকের পত্রিকাকে বলেন, ‘ইন্টারনেট না থাকায় আমাদের দৈনন্দিন কাজে বেশ বিরূপ প্রভাব পড়ছে। তবে এর সুফলও মনে হয় আমরা পাচ্ছি। কারণ, ইন্টারনেট থাকলে হয়তো আমরা ফেসবুক বা ইউটিউব দেখে সময় কাটাতাম। এখন মনে হয়, আমরা আরও বেশ কয়েক বছর আগের সময়ে চলে গিয়েছি, যখন ফেসবুক বা ইউটিউব ছিল না। এখন আমাদের সময় কাটছে পরিবারের লোকদের সঙ্গে আড্ডা, টেলিভিশন দেখে, পত্রিকা পড়ে। ফেসবুক ও ইউটিউব না থাকায় পরিবারের লোকদের সঙ্গে মেলবন্ধনটা দৃঢ় হচ্ছে। ছেলেটা মোবাইল ছেড়ে বই পড়ছে। এতে একটু স্বস্তি লাগছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ