হোম > ছাপা সংস্করণ

জায়গাসংকটে বাক্সবন্দী ২৫ লাখ টাকার ফ্রিজার

সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও

মরদেহ সংরক্ষণের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে একটি আধুনিক ফ্রিজার সংগ্রহ করা হয়েছে। কিন্তু মর্গের পুরোনো ভবনে কক্ষ জটিলতায় এটি গত চার মাসেও স্থাপন করা যায়নি। বাক্সবন্দী অবস্থায় পড়ে আছে হাসপাতালের পুরোনো ভবনে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৪৪ বছরের পুরোনো এই হাসপাতালের মর্গে মরদেহ সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় নানা সমস্যার সৃষ্টি হতো। এ সমস্যা সমাধানে গত সেপ্টেম্বরের মাঝামাঝি চার ড্রয়ারের একটি আধুনিক ফ্রিজার সরবরাহ করে কেন্দ্রীয় ঔষধাগার।

সম্প্রতি হাসপাতাল থেকে প্রায় এক কিলোমিটার দূরে শহরের আর্ট গ্যালারি এলাকায় মর্গে গিয়ে দেখা যায়, ময়নাতদন্তের জন্য ভবনের সামনে ভ্যানে একটি মরদেহ রাখা।  সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় এটি দুই দিন ধরে ভ্যানে ছিল।

মর্গে কর্মরত ডোম সুকুমার মহন্ত জানান, এখানে আধুনিক কোনো যন্ত্রপাতি নেই। নিরাপত্তাপ্রহরীর পদেও কেউ নেই। বেশ কয়েকবার রাতে দুর্বৃত্তরা নতুন যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে। নিয়ম অনুযায়ী নারী ডোম থাকার কথা থাকলেও তা নেই।

হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রাকিবুল আলম বলেন, মর্গটি অনেক পুরোনো ও কক্ষের দরজা সংকুচিত হওয়ায় সাত ফুট চওড়া ফ্রিজটি স্থাপন করা সম্ভব হচ্ছে না। মর্গের ভবন পুরোনো ও জরাজীর্ণ থাকায় নতুন ভবন নির্মাণের জন্য গণপূর্ত বিভাগকে চিঠি দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন নুর নেওয়াজ আহমেদ বলেন, মর্গের নিরাপত্তা ও লোকবলের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। সেই সঙ্গে নতুন ভবন পেলে ফ্রিজারটি স্থাপন করা হবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন