আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করতে দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন বেশ কয়েকজন তারকা। নতুনদের মধ্যে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ঢাকা-১০ আসনে মনোনয়ন পেয়েছেন। বাকিরা দলীয় মনোনয়ন না পাওয়ায় কেউ কেউ প্রস্তুতি নিচ্ছেন স্বতন্ত্রভাবে নির্বাচন করার। এই তালিকায় আছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক শাকিল খান।
রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন মাহিয়া মাহি। গতকাল তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মাহি বলেন, ‘আমি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলাম। তবে দল আমাকে মনোনয়ন দেয়নি। এ জন্য আমার মনে কোনো কষ্ট নেই। দল যাকে যোগ্য মনে করেছে, তাকেই মনোনয়ন দিয়েছে। আমি স্বতন্ত্রভাবেই নির্বাচনে যাচ্ছি। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করাটা আমারও দায়িত্ব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতেই আমি প্রার্থী হচ্ছি। আশা করছি, এলাকার ভোটাররা আমার সঙ্গে থাকবেন।’