রংপুর প্রতিনিধি
রংপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লালমনিরহাট সদর উপজেলার মো. খলিল উদ্দীনের ছেলে তুহিন ইসলাম ওরফে তমাল (২১) এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মো. মোস্তফার ছেলে জাকির হোসেন (২৩)। গতকাল মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) মো. সাজ্জাদ হোসেন।
মো. সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে রংপুর কোতোয়ালি থানার ৩০ নম্বর ওয়ার্ডের মরিয়ম চক্ষু হাসপাতালের পশ্চিমে আমিন ব্যাটারি হাউসের সামনে থেকে দুই কেজি গাঁজা উদ্ধারসহ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।