কানাইঘাটে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে জুলাই ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজ জাকারিয়া আহমদ (১৮) জকিগঞ্জ উপজেলার আইদরাবন গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।
জানা গেছে, ওই দিন রাত ৮টার দিকে কানাইঘাট সড়কের বাজারের ধন্নাইরমাটি এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা একটি বাস ও সিলেটগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে চারজন আহত হন। আশপাশের মানুষ আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।