আজকের পত্রিকা ডেস্ক
রংপুরে ঈদের বাজার শেষে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী নৈশকোচ ও ব্যাটারিচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। এ ছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও আটজন নিহত হয়েছেন। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে।
রংপুর: যাত্রীবাহী নৈশকোচ ও ব্যাটারিচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাত ১১টার দিকে রংপুর নগরীর মাহিগঞ্জ থানাধীন নব্দীগঞ্জ বাজারসংলগ্ন কলোনিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন জেলার কাউনিয়া উপজেলার পূর্ব চানপাড়া গ্রামের নাহিদ, জুনু মিয়া ও অটোচালক রবিউল ইসলাম। মাহিগঞ্জ থানার ওসি রওশন কবির বলেন, অটোতে থাকা যাত্রীরা ঈদের বাজার শেষে অটোতে করে বাড়ি ফিরছিলেন।
গোপালগঞ্জ: জেলার মুকসুদপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হয়েছে। বুধবার রাত ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কে মুকসুদপুরের গোহালা ইউনিয়নের গয়লাকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো মুকসুদপুর উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর এলাকার মৃত মোফাজ্জেল মাতুব্বরের ছেলে মোটরসাইকেলচালক মো. ফায়েজুল মাতুব্বর (১৭) ও একই গ্রামের ওমর আলী শেখের ছেলে মোটরসাইকেল আরোহী মো. হাফিজুল শেখ (১৮)।
গাজীপুর: মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে চলমান বিআরটিএ প্রকল্পে কাজ করার সময় কাভার্ড ভ্যানচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। গত বুধবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম লাভলু (৩১)। তিনি রংপুর জেলার মিঠাপুকুরের বাসিন্দা। জিএমপি বাসন থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, বাসন থানা-পুলিশ লাশ উদ্ধার করেছে। পালিয়ে যাওয়ার সময় কাভার্ড ভ্যানসহ চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নারায়ণগঞ্জ: ফতুল্লার ভুইগড় এলাকায় যাত্রীবাহী বাসের পেছনে সিএনজিচালিত ইজিবাইকের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মাজহারুল ইসলাম বাবলু (৪০)। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার নয়াকান্দি গ্রামের জাহেদ আলীর ছেলে। তিনি পল্লি দারিদ্র্যবিমোচন ফাউন্ডেশনে কর্মরত ছিলেন।
রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে যাত্রীবাহী বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে রাইসা নামের ৮ মাস বয়সী এক শিশুকন্যা নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাউজান পৌরসভার চারাবটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাইসা উপজেলার ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়নের আধারমানিক এলাকার মোহাম্মদ এমদাদের মেয়ে।
এ ছাড়া টাঙ্গাইলের সখীপুরে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে এক যুবক, নওগাঁর মান্দায় মালবোঝাই পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচ মাস বয়সী এক শিশু, এবং পটুয়াখালীর মির্জাগঞ্জে চলন্ত ইজিবাইক থেকে পড়ে এক নারী নিহত হয়েছেন।