ইনসুলিন একটি জীবন রক্ষাকারী হরমোন। ডায়াবেটিসের চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন এনেছে এই ইনসুলিন। এটি যেহেতু শরীরেরই একটি উপাদান, তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটি কার্যকরী। অন্যান্য ওষুধের চেয়ে কিডনি ও লিভারের ওপর এর ক্ষতিকর প্রভাব কম।
বিভিন্ন ধরনের ইনসুলিন আছে। অতিদ্রুত কার্যকরী ইনসুলিন, যা খাওয়ার পাঁচ মিনিট আগে নেওয়া যায়। দ্রুত কার্যকরী ইনসুলিন, যা খাওয়ার আধা ঘণ্টা আগে নিতে হয়। মধ্যম কার্যকরী ইনসুলিন, যা দিনে দুবার নিতে হয় এবং লম্বা সময় ধরে কার্যকরী ইনসুলিন, যা সারা দিনে এক বেলা নিলেই হয়। সাধারণত রাতের বেলা ঘুমানোর আগে ইনসুলিন দেওয়া হয়ে থাকে।
- ইনসুলিন দেওয়ার জন্য প্লাস্টিকের সিরিঞ্জ আছে। এগুলো বিভিন্ন আকারের হয়ে থাকে। যেমন ১০০ ও ৪০ ইউনিট।
- ইনসুলিন দেওয়ার কলম, এগুলোতে সাধারণত ব্যথা কম হয়।
- ইনসুলিন পাম্প। এটি এমন একটি ডিভাইস, যা শরীরের সঙ্গে লাগানো থাকে এবং প্রয়োজনমতো ইনসুলিন দিতে থাকে। প্রতিবার খাওয়ার আগে ইনসুলিন নিতে হয় না।
ইনসুলিন কীভাবে দেওয়া হয়
ইনসুলিন সাধারণত চামড়ার নিচে দেওয়া হয়। দুই আঙুল দিয়ে চামড়া টেনে ধরে ৪৫ থেকে ৯০ ডিগ্রি কোণে সুচ প্রবেশ করাতে হবে। চামড়ার ভেতরে সুচ পুরোটাই প্রবেশ করাতে হবে। তারপর পুশ করতে হবে।
ইনসুলিন কোথায় কোথায় দেওয়া যায়
- পেটের চামড়া ইনসুলিন দেওয়ার জন্য সবচেয়ে ভালো জায়গা।
- নাভি বাদ দিয়ে এবং নাভির ওপর ও নিচের দুই আঙুল জায়গা বাদ দিয়ে পুরো পেটে একেক দিন একেক জায়গায় ইনসুলিন দেওয়া যায়।
- ঊরুর বাইরের পাশে।
- বাহুর বাইরের পাশে।
ইনসুলিন সংরক্ষণ
- ইনসুলিন কখনো ডিপ ফ্রিজে রাখা যাবে না।
- সরাসরি সূর্যালোকে বা অত্যধিক তাপমাত্রায় রাখলে ইনসুলিন নষ্ট হয়ে যাবে।
- অব্যবহৃত ইনসুলিন নরমাল ফ্রিজে ৪ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা ভালো, মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত।
- ব্যবহৃত ইনসুলিন রুম
- তাপমাত্রায় রাখা যাবে; যা অত্যধিক গরম নয়। তবে নরমাল ফ্রিজে
রাখা ভালো।
- ইনসুলিনের নিচে দানা দানা পড়ে গেলে ব্যবহার করা উচিত নয়।
সতর্কতা
- ইনসুলিন নিয়ে খাবার না খেলে বা অনেকক্ষণ না খেয়ে থাকলে ব্লাড সুগার কমে গিয়ে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। এটি প্রতিরোধ করার জন্য ইনসুলিন নিয়ে আধা ঘণ্টার মধ্যে অবশ্যই খেতে হবে এবং অনেকক্ষণ না খেয়ে থাকা যাবে না।
- ইনসুলিন ওজন বাড়াতে পারে কিছুটা। ইনসুলিন নিয়ে ভ্রান্ত ধারণা একবার ইনসুলিন নিলে সারা জীবন নিতে হয়–এই ধারণা ঠিক নয়। কিছু ইমার্জেন্সির ক্ষেত্রে, যেমন কোনো অপারেশনের আগে, গর্ভাবস্থায়, ডায়াবেটিস খুব বেড়ে গেলে ইনসুলিন শুরু করে প্রয়োজনে তা আবার বন্ধ করে ওষুধে ফিরে আসা যায়।
লেখক: ডা. মো. মাজহারুল হক তানিম,হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল