বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর ব্লাড ব্যাংকের এক হাজার রক্তদাতা পূর্ণ হওয়ায় গত শনিবার স্বেচ্ছাসেবকদের নিয়ে কেক কাটাসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আব্দুল্লাহ আল মাহমুদ শোভন, দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজের চিকিৎসক সুলতানা শারিফা আক্তার, বিরামপুর থানার সাব ইন্সপেক্টর মো. হানিফ মাহমুদ, বিরামপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. মেসবাউল হক প্রমুখ।