Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

আত্মহত্যা নয়, স্কুলছাত্রী রিয়াকে শ্বাসরোধে হত্যা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

আত্মহত্যা নয়, স্কুলছাত্রী রিয়াকে শ্বাসরোধে হত্যা

কুষ্টিয়ার কুমারখালী থেকে গত ৬ অক্টোবর রিয়া খাতুন (৯) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি সন্দেহজনক হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। গত শুক্রবার ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া যায়। এতে চিকিৎসক উল্লেখ করেন, রিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

প্রতিবেদন পাওয়ার পর ঘটনাটি মোড় নেয় অন্যদিকে। শুক্রবার রাতে রিয়ার বাবা মো. রাইহান হত্যা মামলা করেন। এতে আসামি করা হয় তাঁর মা, নানা-নানি ও মামা-মামিকে। পরে পুলিশ গতকাল শনিবার ভোরে উপজেলার বাগুলাট ইউনিয়নের মধুপুর দুর্গাপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে। দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার পাঁচজন হলেন রিয়ার মা মোছা. শিল্পী খাতুন (২৩), মামা রফিকুল ইসলাম (২৮), মামি মোছা. রুনা খাতুন (২৩), নানা মোহাম্মদ আলী (৫২) ও নানি রেহেনা খাতুন।

রিয়া উপজেলার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত। সে উপজেলার যদুবয়রা ইউনিয়নের দহকুলা গ্রামের ভ্যানচালক রাইহানের মেয়ে।

পুলিশ জানায়, ৬ অক্টোবর বিকেলে নানাবাড়ির গোয়ালঘর থেকে স্কুলছাত্রী রিয়ার মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন রাতেই এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছিল। এবং সন্দেহজনক হওয়ায় পরদিন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য মরদেহটি পাঠানো হয়। শুক্রবার ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া যায়।

এতে চিকিৎসক শ্বাসরোধ করে হত্যার কারণ উল্লেখ করেন। রাতেই স্কুলছাত্রীর বাবা রাইহান মা, নানা-নানি ও মামা-মামিকে আসামি করে মামলা করেন।

রাইহান বলেন, ‘চার বছর আগে মেয়ের মা (শিল্পী খাতুন) অন্য একজনকে বিয়ে করেন। মেয়ে কখনো মায়ের কাছে, কখনো নানির বাড়িতে থাকত। হঠাৎ ৬ অক্টোবর খবর পাই মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু আত্মহত্যার কোনো কারণ খুঁজে না পাওয়ায় ময়নাতদন্তের জন্য পুলিশকে বলেন।

রাইহান বলেন, ‘গতকাল (শুক্রবার) পুলিশের মাধ্যমে জানতে পারি মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। রাতে থানায় মামলা করেছি। আসামিদের উপযুক্ত শাস্তি চাই।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোহসীন হোসাইন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে শ্বাসরোধ করে হত্যার বিষয় উল্লেখ করা হয়েছে। থানায় ওই স্কুলছাত্রীর বাবা মামলা করেছেন। মামলায় ওই ছাত্রীর মা, নানা-নানি ও মামা-মামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক আর্থিক-সম্পত্তির জেরে রিয়াকে হত্যা করা হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য বিজ্ঞ আদালতের কাছে তাঁদের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ