বেনাপোল বন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয় দেওয়া আরিফুল ইসলাম নামের এক যুবককে আটক করা হয়েছে।
গতকাল রোববার সকালে ভারতে প্রবেশের চেষ্টার সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে।
আটক আরিফুল ইসলামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানার বয়ালিদহা গ্রামে। তাঁকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল এনএসআই কার্যালয়ের ইনচার্জ ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে তাঁরা জানতে পারেন, আরিফুল ইসলাম নামের একজন ব্যক্তি এনএসআই পরিচয় দিয়ে ইমিগ্রেশনের ভেতর ঘোরাঘুরি করছেন। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।
ফরহাদ হোসেন আরও জানান, এ সময় খোঁজ খবর নিয়ে জানা যায়, তিনি মিথ্যা পরিচয় দিচ্ছেন। পরে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ভারতীয় ভিসা সংযুক্ত একটি পাসপোর্ট উদ্ধার জব্দ করা হয়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদ বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই পরিচয়দানকারীকে এক ভুয়া সদস্যকে আটক করে বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া বলেন, আটক আরিফুল ইসলামের নামে মামলা করা হয়েছে।