বিনোদন প্রতিবেদক
মীর সাব্বিরের প্রথম পরিচালিত সিনেমা ‘রাত জাগা ফুল’ মুক্তির এক মাস পূর্ণ হলো আজ। গত ৩১ ডিসেম্বর মুক্তি পায় সিনেমাটি। এরই মধ্যে সিনেমার সাফল্যের ঝুড়িতে যোগ হয়েছে ঈর্ষণীয় পুরস্কার। ২২ জানুয়ারি ছবিটি পেয়েছে সাতটি ক্যাটাগরিতে বাবিসাস অ্যাওয়ার্ড। সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন মীর সাব্বির, সেরা অভিনেতাও তিনি। সেরা গায়িকা হয়েছেন মমতাজ, সেরা গায়ক হৃদয় খান, সেরা অভিনেত্রী ঐশী, সেরা সংগীত পরিচালক ইমন চৌধুরী ও সেরা সিনেমাটোগ্রাফার মনিরুল ইসলাম মাসুম। প্রথম প্রাপ্তি হিসেবে একসঙ্গে সাত ক্যাটাগরিতে পুরস্কার জিতে অভিভূত সাব্বির। পরের সপ্তাহেই ২৮ জানুয়ারি সেরা পরিচালক ও সেরা অভিনেতা হিসেবে মীর সাব্বির পেয়েছেন বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড।
‘রাত জাগা ফুল’ নিয়ে এখনো নানা পরিকল্পনা সাজাচ্ছেন মীর সাব্বির। আসছে ভালোবাসা দিবসে দর্শকদের ভালোবাসা দিতে চান সিনেমা দেখার সুযোগ দিয়ে। মীর সাব্বির নিশ্চিত করেছেন, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে রাজধানীর যমুনা ব্লকবাস্টারে যাঁরা ‘রাত জাগা ফুল’ দেখবেন, তাঁরা একটি টিকিটের সঙ্গে একটি টিকিট ফ্রি পাবেন। এটা ভক্তদের জন্য সাব্বিরের বিশেষ উপহার। তাই প্রিয়জনকে নিয়ে কিংবা পরিবার নিয়ে সিনেমাটি উপভোগ করার এ এক দারুণ সুযোগ হতে পারে বলে মনে করছেন সাব্বির।
মীর সাব্বির বলেন, ‘আমি ভীষণভাবে কৃতজ্ঞ যাঁরা আমাকে, আমার সিনেমাকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন এবং যাঁরা পুরস্কৃত করেছেন। এই পুরস্কার আর ভালোবাসা ভবিষ্যতে আরও ভালো করার দায়িত্ব অনেক বাড়িয়ে দিয়েছে। ‘রাত জাগা ফুল’ আমাকে প্রতি মুহূর্তে যে পরিমাণ ভালোবাসা আর সম্মান এনে দিচ্ছে, তাতে আমি অভিভূত।’