বরিশালের আগৈলঝাড়ায় পাগলা কুকুরের কামড়ে ২ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে উপজেলার বাসাইল গ্রামের আজগর মৃধার ছেলে সেন্টু মৃধা (৩০) ও উত্তর শিহিপাশা গ্রামের হাকিম শিকদারের ছেলে মারুফ হোসেন (১২) বাড়ি থেকে রাস্তায় বের হলে পাগলা কুকুরের কামড়ে আহত হন। এ সময় স্থানীয় বাসিন্দারা আহত ২ জনকেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজু বিশ্বাস জানান, পাগলা কুকুরের কামড়ে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কাউকে পাগলা কুকুরের কামড়ালে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।