হোম > ছাপা সংস্করণ

উপজেলা পরিষদ নির্বাচন: মিরসরাইয়ে আ.লীগের পাশাপাশি বিএনপি নেতাও মাঠে

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুয়ায়ী প্রথম ধাপে আগামী ৮ মে দেড় শতাধিক উপজেলায় নির্বাচন হবে। এর মধ্যে চট্টগ্রামের মিরসরাইও রয়েছে। নির্বাচনকে সামনে রেখে মিরসরাইয়ে সরব হয়ে উঠেছেন সম্ভাব্য প্রার্থীরা। গণসংযোগে ব্যস্ত সময় কাটছে তাঁদের।

তবে এক বছর ধরে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে ডজনখানেক নেতার নাম শোনা গেলেও এখন মাঠের লড়াইয়ে দৃশ্যমান রয়েছেন চার প্রার্থী। তা ছাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য ও বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র জালাল উদ্দিন নির্বাচনে অংশ নেবেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচিত সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান; বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও করেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন; উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ এবং মিরসরাই সদর ইউপির সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, ‘তৃণমূল নেতা-কর্মীরা আমার কাছে প্রত্যাশা করে। আমাদের বর্তমান সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলের মতামত এখানে প্রাধান্য পাবে। যেহেতু দলীয় প্রতীক নেই; আমি নেতা-কর্মীদের প্রত্যাশা পূরণে নির্বাচন করব।’

করেরহাট ইউপির দুবারের নির্বাচিত চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এনায়েত হোসেন নয়ন বলেন, ‘আমাদের বর্তমান সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলের হাতকে শক্তিশালী করতে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। বৃহৎ পরিসরে মানুষের সেবাই হবে আমার মূল ব্রত।’

মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌস হোসেন আরিফ বলেন, ‘রাজনীতির যুদ্ধে দুই সহোদরকে হারিয়েছি। আমার জীবনে হারানোর আর কিছু নেই। প্রার্থী আমি হবই।’

মিরসরাই সদর ইউপির সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন বলেন, ‘দীর্ঘ সময় ধরে আমার পরিবার এলাকায় সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখছে। আমি মিরসরাই সদর ইউপির চেয়ারম্যান ছিলাম, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলাম। বৃহৎ পরিসরে মানুষের সেবা করতে চেয়ারম্যান পদে নির্বাচন করব।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন