ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে বেড়িবাঁধের মাটি কেটে নিয়ে ইট তৈরির অপরাধে একটি ইটভাটাকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার ভৈরব নদের বেড়িবাঁধের মাটি কেটে নেওয়ার অপরাধে মেসার্স হাবিব ব্রিকস্ ম্যানুফ্যাকচারার নামের ইটভাটাকে গতকাল মঙ্গলবার দুপুরে এই জরিমানা করা হয়।
জানা গেছে, উপজেলার মৌভোগ এলাকায় অবৈধভাবে ভৈরব নদের বেড়িবাঁধ থেকে মাটি কেটে ইট তৈরি করার অপরাধে মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম ওই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম বলেন, দীর্ঘদিন ধরে মৌভোগের মেসার্স হাবিব ব্রিকস্ ম্যানুফ্যাকচারার নামের একটি ইটভাটা কর্তৃপক্ষ ভৈরব নদের পাড় থেকে মাটি কেটে নিচ্ছিল। সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।