ডামুড্যা উপজেলায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক মোটরসাইকেলে চড়ে তিন প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনজনের মধ্যে যেখানে ভোটের লড়াই, সেখানে গলায়-গলায় সম্পর্ক দেখে ভোটারদের মধ্যে বেশ কৌতূহল তৈরি হয়েছে। এ ঘটনা ঘটেছে ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফার কাছে তাঁরা মনোনয়নপত্র জমা দেন।
জানা যায়, ইসলামপুর ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৭ জন। তাঁরা হলেন- বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন ঢালি, সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা ও নবাগত প্রার্থী নোয়াব আলী, দুলাল মাতবর, আবদুল মজিদ, মোসলেম ঢালি ও স্বপন সরদার।
ইসলামপুর ইউনিয়নের ভোটার শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর বলেন, ‘আগে এমন ঘটনা দেখিনি। নির্বাচনে যেখানে একজন আরেকজনের শত্রুতে পরিণত হন। কেউ কারও ছায়া মারান না, সেখানে তিন প্রার্থী একটি মোটরসাইকেলে একত্রে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া সত্যি অসাধারণ।’