Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

৪৫ বছরে জয় পাননি আ.লীগের কেউ

কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর)

৪৫ বছরে জয় পাননি আ.লীগের কেউ

টানা ৪৫ বছরেও যশোরের কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ের দেখা পায়নি আওয়ামী লীগ বা দলের কোনো নেতা। ১৯৭৭ সাল থেকে এ পর্যন্ত সদর ইউপি নির্বাচনে কোনো আওয়ামী লীগ নেতা বিজয়ী হতে পারেননি। আর ১৯৮৮ সাল থেকে একটানা বিএনপির দখলে রয়েছে ইউপি চেয়ারম্যানের পদটি।

সর্বশেষ গত সোমবার টানা চতুর্থবারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায় অধ্যাপক আলাউদ্দীন আলা।

ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানদের নামের তালিকা বোর্ড থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ১৯৭৩ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন প্রয়াত আওয়ামী লীগ নেতা সুবোধ কুমার মিত্র। ১৯৭৭ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত স্বতন্ত্র হিসেবে চেয়ারম্যান ছিলেন এস এম ইসহাক। এর পর থেকে ১৯৮৮ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা তিনবার ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বর্তমান পৌর বিএনপির আহ্বায়ক আব্দুস সামাদ বিশ্বাস। পরে ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত বর্তমান পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আলাউদ্দীন আলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার পঞ্চম ধাপের ইউপি নির্বাচনেও তিনি এ ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হন।

সর্বশেষ গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের কেশবপুরের ১১ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সদর ইউপির ২ নম্বর ওয়ার্ডের মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কারচুপির অভিযোগে ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। অন্য আটটি ওয়ার্ডের ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী গৌতম রায় স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আলাউদ্দীন আলার থেকে ৪৫৮ ভোট বেশি পেয়ে এগিয়ে ছিলেন। কিন্তু ৭ ফেব্রুয়ারি স্থগিত কেন্দ্রে পুনরায় ভোট হলে আলাউদ্দীন আলা ১ হাজার ১৭৩ ভোট এবং গৌতম রায় ৫১৪ ভোট পান। মোট ভোটের ফলাফলে আলাউদ্দীন আলা ২০১ ভোট বেশি পেয়ে টানা ৪ বার চেয়ারম্যান নির্বাচিত হলেন।

১৯৬৪ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত কফিল উদ্দিন আহমেদ এবং ১৯৬০ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত গাজী এরশাদ আলী কেশবপুর সদর ইউপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তাঁদের দুজনের কেউই আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন না।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ